রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনায় শাহিনুর রহমান নামে একজনকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত তিনজন হলেন- মো. রাব্বি, মো. লিটন ও ফরিদুল ইসলাম। তাদের বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায়। তারা সবাই নির্মাণ শ্রমিক, নির্মাণাধীন ভবনেই থাকতেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, বসুন্ধরা আবাসিক এলাকার ই ব্লকের ১৪ নম্বর সড়কের ৪০৪ নম্বর প্লটে ভবন নির্মাণের কাজ চলছে। সকালে চারজন শ্রমিক ওই ভবনের নিচতলায় পানির ট্যাংকের ভেতরে নামেন। ছাদের তলদেশের কাঠ ও বাঁশের খুটি খুলছিলেন তারা। পরে তারা বের না হওয়ায় অন্য শ্রমিকরা ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ ফোন করে বিষয়টি জানানো হয়।
ভাটারা থানার ওসি রাকিবুল হাসান বলেন, ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে সকাল সাড়ে ১১টায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, তিনজন পানির ট্যাংকের মধ্যে মারা গেছেন এবং একজন অসুস্থ অবস্থায় পড়ে আছেন। তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। অসুস্থ ফরিদুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, পানির ট্যাংকের মধ্যে বিদ্যুতায়িত হয়েছিল। ফলে তারা কাজ করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতেই তিনজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।
বনানীর সিসা লাউঞ্জে আধিপত্যের জেরে রাব্বি খুন, গ্রেপ্তার ২