ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাজধানীতে ১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪২ পিএম

রাজধানীতে ১০ হাজার ইয়াবাসহ জসিম উদ্দিন (৪৫) নামে এক মাদক এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।  

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিবির মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে কিছু মাদক কারবারি ইয়াবাসহ ঢাকায় প্রবেশ করছে। এ সংবাদের ভিত্তিতে বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পল্টন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

ডিবি জানায়, পল্টন মডেল থানার রয়েল ক্রিস্টাল নামের একটি গাড়ির শো-রুমের সামনে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হয়। একপর্যায়ে তল্লাশিতে ১০ হাজার ইয়াবাসহ জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। একই সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার জসিমের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

MH/MMS
আরও পড়ুন