ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় নিহত পথশিশু

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪০ এএম

রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় শাকিব (১৪) নামে এক পথশিশুর মৃত্যু হয়েছে। শাকিব বোতল কুড়ানোর সময় এই দুর্ঘটনার শিকার হন। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাকিব ডেমরার রাজাখালি এলাকার নাসির উদ্দিনের ছেলে।

তার সহপাঠী ও পথশিশু আব্দুল কাদের জানান, সন্ধ্যার দিকে তারা কয়েকজন ফ্লাইওভারের উপরে বোতল কুড়াচ্ছিল। তখন দ্রুতগতির একটি বাস শাকিবকে ধাক্কা দেয়, যার ফলে সে মারাত্মক আহত হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে জানানো হয়েছে।

NB/AHA
আরও পড়ুন