ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রামপুরায় লিফটের ফাঁকা দিয়ে পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০৫:৪৫ পিএম

রাজধানীর রামপুরার উলন এলাকার একটি চারতলা বাড়িতে লিফটের ফাঁকা স্থান দিয়ে পড়ে শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম আয়ান মোহাম্মদ জাওজি (১০)।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ২টার দিকে রামপুরা উলন বাজার এলাকায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা ওই শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক বিকেল সোয়া ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত শিশুটির চাচা জাহাঙ্গীর হোসেন জানান, উলন বাজার এলাকার ৬ তলা নিজেদের বাড়িটির চতুর্থ তলাতে থাকে পরিবারটি। শিশুটি শারীরিক প্রতিবন্ধী। তিন ভাইবোনের মধ্যে সবার ছোট আয়ান।
 
তিনি আরও জানান, ৫ ও ৬ তলার ছাদ হলেও আর কোনো নির্মাণ কাজ হয়নি। দুপুরে পরিবারের সবার অগোচরে আয়ান কখন ৫ম তলায় গিয়েছে তা কেউ টের পাননি। সেখান থেকে লিফটের ফাঁকা দিয়ে হঠাৎ নিচে পড়ে যায় সে। দেখতে পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাস পাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটির মরদেহ মর্গে রাখা হয়েছে।

FJ
আরও পড়ুন