ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দক্ষিণ বনশ্রীতে প্লট-বাড়ি মালিকদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৯ পিএম

রাজধানীর দক্ষিণ বনশ্রীর বৈধ প্লট ও বাড়ি মালিকদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ করেছে দক্ষিণ বনশ্রী প্লট মালিক কল্যাণ সমিতি। বুধবার (২৪ সেপ্টেম্বর) দক্ষিণ বনশ্রী মেইন রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কিছু অসাধু কর্মকর্তা বৈধভাবে ক্রয়কৃত জমি ও ঘরবাড়ির মালিকদের হয়রানি করছেন এবং বাড়ি নির্মাণে বাধা দিচ্ছেন।

বক্তারা আরও বলেন, খাল দখলের যে অভিযোগ সিটি কর্পোরেশন করছে সেটা সত্য নয়। কারণ এই খাল ২৫ বছর আগেই ইস্টার্ন হাউজিং সরকারের জেলা প্রশাসকের সঙ্গে বিনিময় দলিলের মাধ্যমে নিয়ে তারপর সেখানে প্লট করে মালিকদের কাছে বিক্রি করেছে।

তারা বলেন, রাজউক অনুমোদিত হাউজিং মাস্টার প্ল্যান এবং বাড়ি অবৈধ হতে পারে না।

বক্তারা বলেন, অবৈধ অনুপ্রবেশকারীরা ইস্টার্ন হাউজিং এর পরিবেশ নষ্ট করার জন্য ব্যক্তিগত মালিকানাধীন প্লটকে রাস্তা দাবি করছে। সিটি কর্পোরেশনও সেই দাবি যাচাই না করেই ইস্টার্ন হাউজিং ও রাজউক নির্ধারিত সীমানা প্রাচীর ভাঙচুর করার অপচেষ্টা করছে। পূর্বে ফ্যাসিস্ট সরকারের মেয়র তাপস এই অবৈধ কাজ করেছিল। ফ্যাসিস্ট সরকার চলে গেলেও তার সুবিধাভোগীরা এখনো যথাস্থানে থেকে বৈধ প্লট মালিকদের হয়রানি করছে।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ। সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিজ উদ্দিন ভুঁইয়া বলেন, ‘আমরা আশা করি, সরকার অবিলম্বে অসৎ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং প্লট ও বাড়ি মালিকদের হয়রানি বন্ধ করবে।’

MMS
আরও পড়ুন