শরতের শেষ দিকে এসে রাজধানী ঢাকার বাতাসে দূষণের মাত্রা বেড়েই চলেছে। বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর মধ্যে ঢাকা আজ ষষ্ঠ স্থানে রয়েছে। এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) অনুযায়ী, ১৫৮ স্কোর নিয়ে ঢাকার বাতাস বর্তমানে ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১০ টায় বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে এই তথ্য উঠে এসেছে।
ঢাকার বাতাসে সবচেয়ে ক্ষতিকর উপাদান হিসেবে চিহ্নিত হয়েছে অতিক্ষুদ্র বস্তুকণা (PM2.5)। আজকের পর্যবেক্ষণ অনুযায়ী, ঢাকায় এই বস্তুকণার উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নির্ধারিত মানদণ্ডের চেয়ে ১২.৬ গুণ বেশি।
এ সময় ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মিরপুরের ইস্টার্ন হাউজিং (১৭৯) এলাকায়। তালিকায় এর পরেই রয়েছে যথাক্রমে কল্যাণপুর (১৭৪), বেচারাম দেউড়ি (১৭০), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৫৯), মাদানি সরণির বেজ এজওয়াটার (১৫৬), গোড়ান (১৫৪), তেজগাঁওয়ের শান্তা ফোরাম (১৫২) এলাকায়। সকালে এসব এলাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

মঙ্গলবার বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের শহর লাহোর। ২৩৪ একিউআই স্কোর নিয়ে শহরটির বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকায় এর পরেই রয়েছে যথাক্রমে ভারতের দিল্লি ও কলকাতা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের শহর কিনশাসা, কাতারের দোহার। শহরগুলোর বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়ার পরিবর্তন, নির্মাণকাজ, যানবাহনের ধোঁয়া, এবং শিল্প দূষণ সব মিলিয়েই ঢাকায় বায়ুদূষণের মাত্রা ক্রমাগত বেড়ে চলেছে। এই পরিস্থিতি মোকাবিলায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন পরিবেশবাদীরা।
`বাংলাদেশের জলবায়ু অভিযোজন ঋণের ফাঁদে'
জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচিতে ঢাকা আহ্ছানিয়া মিশন