রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে আমদানি করা বিপুল পরিমাণ বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে। শনিবারের এই অগ্নিকাণ্ডের পর আজ রোববার (১৯ অক্টোবর) সরঞ্জামগুলো খালাস করার কথা ছিল।
শনিবার (১৮ অক্টোবর) বেলা আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সের আমদানি গুদামে আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা দ্রুত ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিটের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। সম্মিলিত প্রচেষ্টায় প্রায় সাত ঘণ্টা পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে এর মধ্যেই গুদামে থাকা বিভিন্ন আমদানিকৃত পণ্যের সাথে পুড়ে যায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রের গুরুত্বপূর্ণ এসব সরঞ্জাম।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এই চালানটি খালাসের দায়িত্বে থাকা সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান ‘মমতা ট্রেডিং কোম্পানির কাস্টমস কর্মকর্তা বিপ্লব হোসাইন জানান, প্রায় ছয় দিন আগে রাশিয়া থেকে সাতটি পৃথক শিপমেন্টে প্রায় ১৮ টন বৈদ্যুতিক সরঞ্জাম ঢাকায় এসে পৌঁছায়।
তিনি বলেন, ‘এই ধরনের সরঞ্জাম খালাসের জন্য বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন থেকে অনাপত্তিপত্র (এনওসি) নিতে হয়। সেই অনুমতি পেতে দেরি হওয়ায় বৃহস্পতিবার পর্যন্ত পণ্যগুলো খালাস করা সম্ভব হয়নি। রোববার (১৯ অক্টোবর) চালানটি খালাসের কথা ছিল, কিন্তু তার আগেই সবকিছু আগুনে শেষ হয়ে গেল।’
এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিভলেও ঘটনাস্থল থেকে এখনো ধোঁয়া বেরোচ্ছে এবং পানি ঝরছে। উদ্ধারকাজ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই অগ্নিকাণ্ডে মোট কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা নিরূপণের কাজ চলছে।
দখলমুক্ত সড়কের দাবিতে ফার্মগেটে শিক্ষার্থীদের বিক্ষোভ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তার