ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

খিলগাঁও ফ্লাইওভারে অটোরিকশা আটকে মিটার ভাঙচুরের অভিযোগ

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ০৯:৫৩ পিএম

খিলগাঁও ফ্লাইওভারে কিছু মোটরসাইকেল চালক একাধিক অটোরিকশা আটকে মিটার ভাঙচুর করে। এছাড়াও অটোরিকশার চাবি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে কোনো পুলিশ সদস্য ছিল না বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

শনিবার (২৫ অক্টোবর) রাত ৯টায় খিলগাঁও ফ্লাইওভারে এই ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বেশ কয়েকজন বাইকার মিলিত হয়ে ফ্লাইওভারের ওপর অটোরিকশাগুলো থামিয়ে দেয়। এসময় অনেক যাত্রী মাঝপথেই নেমে যেতে বাধ্য হন; কিছু অটোরিকশার যাত্রীদের পায়ে হেঁটে নিচে নামতে দেখা গেছে।

অটোরিকশা চালক করিম বলেন, ‘এখানে প্রায়ই এমনভাবে অটোরিকশা আটকে ফেলা হয়। আজও কয়েকজন বাইকার এসে আমাদের আটকে দেয় একজন মিটার ভাঙল, আর একজন চাবি নিয়ে পালিয়ে গেল।’

অন্য এক অটোরিকশা যাত্রী মোতাহের  বলেন, ‘এটা উচিত শিক্ষা হয়েছে, আমাদের নিজেদের থেকেই এই ধরনের উদ্যোগ নেওয়া দরকার না হলে অটোরিকশা এক বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে।’

DR/FJ
আরও পড়ুন