ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইঞ্জিন ওভার হিট হয়ে উত্তরায় মাইক্রোবাসে আগুন

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০১:২৫ পিএম

রাজধানীর উত্তরায় ইঞ্জিনে ওভার হিটের কারণে একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১২ নভেম্বর) সকাল ৭টা ১৮ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করে বরেন, সকালে উত্তরার জসীম উদ্দিন রোডে একটি হায়েস মাইক্রোবাসে আগুন লাগার খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

মূলত ইঞ্জিন ওভার হিটের কারণে এ আগুনের সূতপাত হয়। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

NJ
আরও পড়ুন