ভোলা-বরিশাল রুটে সেতু নির্মাণের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকায় বসবাসরত ভোলার বাসিন্দারা।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে তারা শাহবাগ চত্বর অবরোধ করেন। এতে শাহবাগ ও এর আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনকারীরা জানান, শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে তারা শাহবাগ এলাকায় জড়ো হতে শুরু করেন। পরে বিকেল পৌনে ৪টায় তারা সড়ক অবরোধ করেন। এ সময় দাবি আদায়ে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে পদযাত্রা (মার্চ) করার কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা।
পরিস্থিতি মোকাবিলায় শাহবাগ থেকে বাংলামোটরমুখী সড়কে ব্যারিকেড দিয়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
আন্দোলনে অংশ নেওয়া ইসমাইল সুমন সাংবাদিকদের বলেন, ‘ভোলা থেকে বরিশাল পর্যন্ত একটি সেতু নির্মাণ আমাদের দীর্ঘদিনের ও প্রধান দাবি। যাতায়াতে আমরা চরম দুর্ভোগের শিকার হই। নদী পারাপারের ক্ষেত্রে লঞ্চের ওপরই নির্ভর করতে হয়, ফলে রাতের বেলায় যাতায়াত প্রায় অসম্ভব হয়ে পড়ে। চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে কাউকে ঢাকায় আনতে হলেও অনেক সময় পুরো একটি দিন অপেক্ষা করতে হয়।’
আন্দোলনকারীরা জানান, বিক্ষোভে অংশ নেওয়া সবাই ভোলা জেলার বাসিন্দা। তাদের অনেকে ঢাকায় চাকরি বা পড়াশোনার সুবাদে বসবাস করছেন।
ভোলা-বরিশাল সেতুর দাবিতে চরফ্যাশনে মানববন্ধন