কমলগঞ্জে মেধার লড়াইয়ে মণিপুরীর আগামীর প্রজন্ম

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:২৮ এএম

মৌলভীবাজারের কমলগঞ্জে মেধা লড়াইয়ে শামিল হলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের আগামীর প্রজন্ম। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে সিলেট বিভাগের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম ও ৮ম শ্রেণীতে অধ্যয়নরত ১১৬ জন মণিপুরী শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতি’র আয়োজনে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আয়োজকেরা জানান, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত একযোগে কমলগঞ্জের দয়াময় সিংহ উচ্চবিদ্যালয়, চুনারুঘাট উপজেলার গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিলেটের মাছিমপুর মণিপুরী পাড়া কেন্দ্রে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জের দয়াময় সিংহ উচ্চবিদ্যালয়ে পরীক্ষা পরিদর্শন করেন সিলেটের যুগ্ম কর কমিশনার (কর অঞ্চল-৫) কাজল সিংহ, মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ডা: শরদিন্ধু সিংহ, মণিপুরী মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কৃষ্ণ কুমার সিংহ, কমলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আসহাবুজ্জামান শাওন প্রমুখ। 

আয়োজক কমিটির সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক শিবানন্দ সিংহ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুশান্ত সিংহ (রাজু) জানান, ‘শিক্ষার্থীদের মেধা বিকাশ ও জ্ঞান চর্চায় বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতির মেধা পরীক্ষা প্রতিবছর অব্যাহত থাকবে। তারা সংশ্লিষ্ট সকল শিক্ষক, পরীক্ষার্থী ও অভিভাবকদেরকে ধন্যবাদ জানান।

HN