সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত যুবক, আহত ৪

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০৭:৪৯ এএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে রায়াতুল ইসলাম রবি (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) রাত ৯টায় মিজমিজি ক্যানেলপাড়ের ১০ পাইপ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত তরুণের পিতার নাম মো. ফারুক। তারা ১ নম্বর ওয়ার্ডের পাগলাবাড়ি এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে দুজন নিহতের বন্ধু, হাবিব ও বিজয়।

শরিফুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আমরা জালকুড়ির দিকে যাওয়ার পথে তিনটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে একজন ঘটনাস্থলে মারা যান এবং কয়েকজন আহত হন। নিহত এবং তার বন্ধুরা দ্রুত গতিতে বাইক চালাচ্ছিলেন এবং অপর পাশ থেকে এক দম্পতি তাদের সন্তানকে নিয়ে ফিরছিলেন, তখন মুখোমুখি সংঘর্ষ হয়।  

     

মিল্টন নামের এক দোকানদার জানান, যে ছেলেটি মারা গেছে, সে খুব দ্রুত গতিতে আসছিল এবং তার পেছনে আরেক বন্ধুও দ্রুত আসছিল। নিহত ছেলেটির অতিরিক্ত গতির কারণে হয়তো বাইক নিয়ন্ত্রণে রাখতে পারেনি।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই বজলুর রহমান বলেন, আমরা নিহতের বাড়ির সামনে আছি। আহতদের নাম ঠিকানা এখনও পাইনি। মোটরসাইকেল দুটি আমাদের হেফাজতে আছে এবং আরেকটি গাড়ির দম্পতির খোঁজ পাওয়া যায়নি।

HN
আরও পড়ুন