সুন্দরবনের অভয়ারণ্যে মাছ শিকার, ৩৫ জেলে আটক

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০১:৪৮ এএম

সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ নীলকোমল অভয়ারণ্য (নিষিদ্ধ) এলাকায় মাছ ধরার অপরাধে ২টি পৃথক মামলায় ৩৫ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে ৪টি ইঞ্জিন চালিত ট্রলার ২টি নৌকা, ৪২৫ কেজি মাছ ও জাল সহ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

নীলকোমল বিশেষ বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুল ইসলাম জানান, গত ২০ জানুয়ারি সন্ধা ৭টার দিকে বঙ্গবন্ধুর চরের নিষিদ্ধ এলাকায় অভিযান চালিয়ে এ সকল ইঞ্জিন চালিত ট্রলার, নৌকা সহ তাদেরকে আটক করা হয়। 

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত জেলেদেরকে বুধবার (২১ জানুয়ারি) সকালে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।

 

HN
আরও পড়ুন