ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ট্রেনে কাটা পড়ে পুলিশ কনস্টেবল নিহত

আপডেট : ৩০ মে ২০২৩, ০৩:০৬ পিএম

রবিউল ইসলাম, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে মো. আব্দুল বাতেন নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। কনস্টেবল আব্দুল বাতেন টঙ্গী রেলওয়ে ফাঁড়িতে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (৩০ মে) সকাল সাড়ে ১০টায় টঙ্গী রেলওয়ে জংশনের ২ নম্বর প্লাটফর্মে এ ঘটনা ঘটে।

কনস্টেবল আব্দুল বাতেন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বাসুরিয়া খান বাড়ি গ্রামের মৃত আব্দুল বারেক মিয়ার ছেলে। নিহতের এক ছেলে ঢাকার আশুলিয়া থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত। আরেক ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ ছোটন শর্মা বলেন, কনস্টেবল আব্দুল বাতেন চিকিৎসার জন্য ঢাকা যাওয়ার পথে টঙ্গী স্টেশনে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে চাকার নিচে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

AS
আরও পড়ুন