ঢাকা
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন

আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০৭:১৬ পিএম

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল-বরংগাইল-আরিচা মহাসড়কে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন ভূমির মালিকরা।

রোববার (১৬ জুলাই) দুপুরে নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের টেংরিপাড়া মৌজার ভূমি মালিকরা ভাদ্রা বাজারে এ কর্মসূচি পালন করেন।

ভূমি মালিকরা মানববন্ধন শেষে সংবাদ সম্মেলনে বলেন, টাঙ্গাইল-বরংগাইল-আরিচা মহাসড়ক প্রকল্পের জন্যে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া চলছে। এ বাজারটি পুরনো বাণিজ্যিক এলাকা হওয়ায় টেংরিপাড়া মৌজার জমি বর্তমানে দশ লাখ টাকা শতাংশ মূল্যে বেচা কেনা হচ্ছে। বাজারে রয়েছে ব্যাংক বীমা অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠান। এ কারণে ভূমি মালিকরা দীর্ঘদিন ধরে স্থানীয় ভূমি অফিসে বাণিজ্যিক কর প্রদান করে আসছে। জমি অধিগ্রহণে সরকার যে মূল্য প্রদান করছেন তাতে নিঃস্ব হয়ে পড়বে ভূমি মালিকরা। ব্যবসাপ্রতিষ্ঠান হারিয়ে পরিবার পরিজন নিয়ে পথে বসতে হবে বলেও জানান তারা।

image

ভূমি মালিকরা জমির শ্রেণী পরিবর্তন না করে বর্তমান মূল্য বিবেচনা করে জমি অধিগ্রহণের জন্য টাঙ্গাইলের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। সংবাদ সম্মেলনে ভূমি মালিকরা জমির যথাযথ মূল্য তারা না পেলে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করবেন বলেও জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন ভূমি মালিক আব্দুল মতিন উজ্জল, আকবর হোসেন, মাজহারুল ইসলাম, সোলায়মান হোসেন, তোফাজ্জল হোসেন দেওয়ান, কাজী আব্দুল আলীম ও আনোয়ার হোসেনসহ সকল ভূমি মালিকরা।

RB