ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সিলেটে আদালতপাড়ায় আইনজীবীর আকস্মিক মৃত্যু

আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ০৭:১২ পিএম

সিলেট প্রতিনিধি: সিলেটে আদালতপাড়ায় মো. সালমান সিদ্দিকী আদনান নামের এক তরুণ আইনজীবীর আকস্মিক মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে সিলেটের আদালত চত্ত্বরেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। আইনজীবী সালমান সিদ্দিকী সিলেটের জকিগঞ্জ উপজেলার আখলাছ আলীর পুত্র। তিনি সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য ও নগরীর শেরুলিবাগ এলাকার বাসিন্দা।

 

সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান জানান, অন্যান্য দিনের মতো কর্মস্থল সিলেট আদালত প্রাঙ্গণে আসেন সালমান সিদ্দিকী আদনান। সকাল সাড়ে ৯টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে দ্রুত পার্কভিউ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

#এম/কেজেড

AHR
আরও পড়ুন