ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অচিরেই বাংলাদেশ ঋণ মুক্ত হবে : পরিকল্পনামন্ত্রী

আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ০৬:১৮ এএম

নারায়ণগঞ্জ প্রতিনিধি : অচিরেই বাংলাদেশ ঋণের বোঝা থেকে মুক্ত হবে বলে আশা প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মঙ্গলবার (১৫ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ আশা প্রকাশ করেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, কৃষক, শ্রমিক, দিনমজুর, সাধারণ নাগরিক ও প্রবাসীরাসহ সর্বস্তরের মানুষের আয় বৃদ্ধি করে অর্থনীতির উন্নয়নের মাধ্যমে সম্মিলিতভাবে বিদেশিদের ঋণ শোধ করা হচ্ছে। খুব শিগগিরই সকল ঋণ পরিশোধ করে বাংলাদেশ ঋণ মুক্ত হবে।

দেশের অর্থনীতির উন্নয়নের নানা দিক তুলে ধরে পরিকল্পনা মন্ত্রী বলেন, দেশের অর্থনীতি বহুদূর এগিয়েছে। ২০টি শ্রীলঙ্কা মিলেও এখন বাংলাদেশের সমকক্ষ হতে পারবে না।

বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরশেনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, বর্তমান সরকারের আমলেই পররাষ্ট্রনীতিতে বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সৃষ্টি করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। তাই একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই জোড় গলায় বলতে পারেন বাংলাদেশ আমেরিকার দালালি করবে না।
 
অনুষ্ঠান শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

BS
আরও পড়ুন