কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের পাত্রখোলা চা বাগান দুর্গা মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার নিরোজ কুমার জায়সওয়াল।
শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় তিনি প্রথমে উপজেলার ভানুগাছ সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা বাড়িতে পূজা পরিদর্শন করেন। পরে পাত্র খোলা চা বাগান দুর্গা মন্দির পরিদর্শন করেন।
এসময় পূজা উদযাপন পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চা বাগানের নেতারার ভারতীয় সহকারী হাইকমিশনারকে উত্তরীয় ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
