ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নওগাঁয় জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা প্রদান

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ০৭:১৬ পিএম

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা শিল্পকলা একাডেমি ২০২১ ও ২০২২ বছরের গুণীজন সম্মাননা প্রদান করেছে।

রোববার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় নওগাঁ সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।

অনুষ্ঠানে অন‍্যান‍্যের মধ‍্যে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম ও জেলা কালচারাল অফিসার আসাদুজ্জামান সরকার।

অনুষ্ঠানে ২০২১ ও ২০২২ বছরের জন‍্য বিভিন্ন মাধ‍্যমের ৯ জন গুণী শিল্পীকে এবং ১টি সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা গুনী শিল্পীরা হলেন কণ্ঠ সঙ্গীতে আবু হেনা মোস্তফা কামাল ও সাধবী তরণী দাস, যন্ত্রসঙ্গীতে মো: আব্দুল গফুর কাজী ও জালাল আহম্মেদ, যাত্রা শিল্পে সন্তোষ কুমার দাস, লোক সংস্কৃতিতে মো: বাবুল হোসেন বাবু ও রেবতী সাহা, নাট‍্যকলা বিভাগে মো: রফিকুল ইসলাম এবং সাংস্কৃতিক গবেষক হিসেবে আতাউল হক সিদ্দিকী। সম্মাননাপ্রাপ্ত সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন হচ্ছে নওগাঁ বাউল।

সম্মাননা প্রাপ্ত প্রত্যেক শিল্পীকে ১০ হাজার টাকার চেক, মেডেল, উত্তরীয় এবং ফুলের শুভেচ্ছাসহ সম্মাননা জানানো হয়।

পরে একটি সাংস্কৃতিক অনষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার সাংস্কৃতিক ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

#এম/কেজেড

AHR
আরও পড়ুন