ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কোম্পানীগঞ্জে মোটরসাইকেল চাপায় নিহত ১

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ১২:০৪ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোটরসাইকেল চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছে। এসময় আরও দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। শুক্রবার (১ ডিসেম্বর) রাতে উপজেলার শান্তি নগর ডোগার দোকানের বেড়ি সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মজিবুর রহমান (৬২) উপজেলার রামপুর ইউনিয়নের মৃত আব্দুল মালেকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার লক্ষীনারায়ণপুর এলাকার আলমগীরের ছেলে তানভীর (২০) দুইজনকে নিয়ে মুছাপুর ক্লোজারের দিকে যাচ্ছিলেন। পথে শান্তি নগর ডোগার দোকানের কাছে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মজিবুর রহমানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা চালক তানভীর ও এক আরোহী রাব্বিকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

কোম্পানীগঞ্জ থানার এসআই আক্তার হোসেন বলেন, আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেলসহ আরেক আরোহী মো. ইউসুফকে থানায় নেওয়া হয়েছে।

SN
আরও পড়ুন