চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পিকআপের ধাক্কায় আরিফা জান্নাত (৬) নামে এক মাদ্রাসাছাত্রী নিহত ও অপর এক শিশু শিক্ষার্থী আহত হয়েছেন। শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার দক্ষিণ মঘাদিয়া ঘোনা এলাকার গ্রামীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফা ঐ এলাকার মোহাম্মদ ইমাম হোসেনের মেয়ে। সে স্থানীয় খেয়ারহাট নূরিয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয় মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী রিনা আক্তার আঁখি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে আরিফা অটোরিকশায় মাদ্রাসায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হয় শিশু আরিফা।
খেয়ারহাট নূরিয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মফিজুর রহমান জানান, ছয় শিক্ষার্থী সিএনজি অটোরিকশায় বাড়ি থেকে মাদ্রাসায় আসছিল। এসময় একটি পিকআপ ধাক্কা দিলে ঘটনাস্থলেই আরিফা নিহত হয়। এছাড়া মাদ্রাসার প্রথম শ্রেণির আরেক শিক্ষার্থী রিনা আক্তার আঁখি গুরুতর আহত হয়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
