ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বাবার মরদেহবাহী অ্যাম্বুলেন্সে কন্যার জন্ম

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৮ এএম

সাতক্ষীরায় বাবার মরদেহবাহী অ্যাম্বুলেন্সে কন্যার জন্ম হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা আশাশুনি সড়কের বুধহাটা এলাকায় এ ঘটনা ঘটে। নবজাতক ও তার মা সুস্থ আছেন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া ইটভাটা শ্রমিক আলতাফ হোসেনের (৩৪) মরদেহ নিয়ে গ্রামের বাড়িতে ফেরার পথে বুধহাটা বাজার এলাকায় পৌঁছালে মরদেহবাহী অ্যাম্বুলেন্সে থাকা গর্ভবতী স্ত্রী রহিমা খাতুনের প্রসাব বেদনা শুরু হয়। পরে অ্যাম্বুলেন্সের মধ্যেই কন্যা সন্তান জন্ম দেন তিনি।

জানা যায়, দুই সপ্তাহ আগে ইটভাটায় কাজ করার সময় অসুস্থতা অনুভব করেন প্রতাপনগর গ্রামের শামসুর রহমান। প্রথমে বাড়িতে আসেন পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ব্লাড ক্যান্সার ধরা পড়ে। মঙ্গলবাল (১২ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সকালে মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে আলতাফের স্ত্রী রহিমা খাতুনের প্রসাব বেদনা শুরু হয়, পরে অ্যাম্বুলেন্সে কন্যা সন্তান জন্ম দেন তিনি।

FI
আরও পড়ুন