ঝিনাইদহে ট্রাকচাপায় রনি হোসেন (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি শৈলকুপা উপজেলার মোহাম্মদপুর গ্রামের জিয়ারত আলীর ছেলে।
বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় শৈলকুপা উপজেলার বড়দাহ জামতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। তবে ঘাতক ট্রাকটি আটক করতে পারেনি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঠাকুর দাস মন্ডল।
তিনি বলেন, বুধবার সন্ধ্যার দিকে রনি মোটরসাইকেল নিয়ে গাড়াগঞ্জ বাজারে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন।
