ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নেত্রকোণায় ৭ জুয়াড়ি গ্রেপ্তার 

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০৬:৩৮ পিএম

নেত্রকোণা সদর এলাকায় একটি জুয়ার আসর থেকে ৭ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জানুয়ারি) ভোরে সদর উপজেলার তেলেগাতী গ্রামে জুয়ার আসর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রিপন মিয়া, জসীম উদ্দিন, জলিল মিয়া, বকুল মিয়া, মতি মিয়া, সাইদুল ইসলাম ও এলাহি নেওয়াজ। তারা সবাই সদর উপজেলার তেলেগাতী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেত্রকোণা সদর উপজেলার তেলেগাতী গ্রামের এক চায়ের দোকানে গোপনে জুয়ার আসরে জুয়াড়িদের ভিড় জমে। খবর পেয়ে মঙ্গলবার ভোরে পুলিশ অভিযান চালায় এবং ৭ জুয়াড়িকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে নগদ ৭ হাজার ৭৯০ টাকা, তাসসহ জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। নেত্রকোণা মডেল থানার ওসি আবুল কালাম জানান, দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

SN
আরও পড়ুন