ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

যশোরের মাঠে মাঠে শীতকালীন সবজির সমারোহ

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১২:৪৬ পিএম

যশোরে শীতকালীন সবজিতে এখনও মাঠ ভরে রয়েছে। যেদিকে চোখ পড়ে সবজি আর সবজি। ভরা মৌসুমে এসব সবজি বাজারজাত করায় ব্যস্ত চাষিরা। বেশ দামও পাচ্ছেন তারা। ভালো ফলন হওয়ায় চাষিদের মুখে যেন হাসির ঝিলিক।

কৃষি অফিস সূত্র জানিয়েছে, দেশের সবজির একটি বড় অংশ উৎপাদিত হয় যশোরে। এই বছরও যশোর জেলায় ১৯ হাজার ৭৩৫ হেক্টর জমিতে সবজির চাষ হয়েছে। এরমধ্যে সদর উপজেলায় শীতকালীন আগাম সবজির চাষ হয়েছে ৩ হাজার ৩শ হেক্টর।

চূড়ামনকাটি ও হৈবতপুর ইউনিয়নের সবজি চাষিরা জানান, এবারের মৌসুমে সব ধরণের সবজিতে বাম্পার ফলন হয়েছে। বর্তমান বাজার মূল্যও বেশি থাকায় লাভবান হবেন বলে আশাবাদী।

চাষিরা আরও জানান, এই এলাকায় যদি একটি কোল্ড-স্টোরেজ থাকলে সবজি সংরক্ষণ করা যেতো।  পরে বাজার বুঝে বেশি দামে  বিক্রি করতে পারলে কৃষক আরও লাভবান হতো।

যশোর কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক সুশান্ত কুমার তরফদার জানান, যশোর সবজির জেলা হিসেবে পরিচিত।  প্রতিবছর এখানে দুই মৌসুমে সবজির আবাদ হয়। চলতি মৌসুমে সবজির বাম্পার ফলন পেয়েছে। এখন চাষিরা সবজি বাজারজাত করতে ব্যস্ত রয়েছেন।

FI/BS
আরও পড়ুন