ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

লক্ষ্মীপুরে বিজ্ঞান মেলা উদ্বোধন

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩০ পিএম

`বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে ২ দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। 

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগীতায় সদর উপজেলা প্রশাসন ২ দিনব্যাপি এই মেলার আয়োজন করেছে। মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৭টি স্টল বসানো হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক সুরাইয়া জাহান রোববার সকালে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাজিয়া পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পদ্মা সেন সিংহ, সহকারী কমিশনার (ভূমি) মকবুল আহমেদ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তালেবসহ জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

SN/SA
আরও পড়ুন