ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বোরো বীজতলা নিয়ে শঙ্কিত জয়পুরহাটের কৃষক

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০৯ পিএম

ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় জয়পুরহাটে এবার বোরো বীজতলা নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। কয়েকদিনের শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় বীজতলা নষ্ট হওয়ার পথে। নানা ধরনের রোগবালাই দেখা দিয়েছে। কৃষি বিভাগ থেকে বীজতলা ও চারা রক্ষায় নানা রকমের পরামর্শ দেওয়া হলেও শঙ্কায় রয়েছেন এ জেলার কৃষকরা।

জয়পুরহাট সদর উপজেলার কাদোয়া গ্রামের কৃষক বাবলু, এনামুল ও জহুরুল ইসলাম ফকিরসহ অনেকেই বলেন, এ বছর প্রচণ্ড শীত, ঘন কুয়াশা আর শৈত্যপ্রবাহের কারণে বোরো ধানের বীজতলা বিভিন্ন ধরনের রোগবালাই হয়েছে। বীজতলা হলুদ হয়ে যাচ্ছে। কোথাও কোথাও অনেকটায় নষ্টের পথে। ফলে এই মৌসুমে বোরো চাষ নিয়ে শঙ্কায় রয়েছি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা এনামুল হক জানান, চলতি মৌসুমে জেলায় ৬৯ হাজার ৭২৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যে তিন হাজার ৪৭০ হোক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে। শীত এবং ঘন কুয়াশায় কবল থেকে বীজতলা ও চারা রক্ষায় জেলা কৃষি বিভাগের পক্ষ থেকে নানা ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে।

কুয়াশা থেকে বীজতলা রক্ষায় পলিথিন দিয়ে ঢেকে রাখাসহ জমিতে পানি দিয়ে পরিপূর্ণ রাখতে হবে বলে তিনি জানান।

RA/FI
আরও পড়ুন