নির্ধারিত সময়ের ১৫ দিন আগেই কাজ সম্পন্ন হওয়ায় দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির নতুন ১২০৯ ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে। ১ মাস ১৬ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত থেকে খনিতে পুনরায় কয়লা উত্তোলন শুরু হয়।
কয়লা উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকার।
খনি থেকে পরীক্ষামূলকভাবে দৈনিক দেড় হাজার থেকে ২ হাজার টন কয়লা উত্তোলন করা হবে। যা পরবর্তীতে দৈনিক ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার টনে দাড়াবে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে কয়লা সরবরাহ করা হবে।
বর্তমানে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে দৈনিক ১৮০ মেগাওয়াট হারে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। যা উৎপাদনে দৈনিক প্রায় ১ হাজার ৯শ' টন কয়লা ব্যবহার করা হয়।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকার বলেন, সব মিলিয়ে পুনরায় উৎপাদনে যেতে দু’মাস সময় লাগতো। কিন্তু আমাদের সম্মিলিত প্রচেষ্টায় নির্ধারিত সময়ের আগে মাত্র ১ মাস ১৬ দিনের মাথায় উৎপাদন শুরু করতে পেরেছি।
