খাবারের সন্ধানে লোকালয়ে হনুমান

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৯ এএম

গাইবান্ধা সদর ও ফুলছড়ির বিভিন্ন এলাকার লোকালয়ে ছুটে বেড়াচ্ছে একটি কালোমুখো হনুমান। গত কয়েকদিন থেকে বড় আকারের এই হনুমানটি দেখা যাচ্ছে। খাবারের জন্য ও ভয়ে কখনো গাছে, আবার কখনো বাড়ির ছাদে ছুটোছুটি করছে এটি।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সারাদিন ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের কালির বাজার এলাকায় হনুমানটিকে দেখা যায় ছুটাছুটি করতে।

বন থেকে লোকালয়ে চলে আসায় হনুমানটিকে দেখতে ভিড় জমাচ্ছে শিশু-কিশোর ও নারীসহ নানা বয়সী মানুষ। এটি কখনো ঘরের চালে, কখনো বা গাছের ডালে লাফিয়ে বেড়াচ্ছে। মানুষ দেখলেই হনুমানটি গাছের উঁচু ডালে অথবা কোনো বাসার ছাদে উঠছে। শিশুরা ঢিল ছুড়ে এটিকে নানাভাবে উত্ত্যক্ত করছে।

গাইবান্ধা জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম শরিফুল ইসলাম মন্ডল জানান, গত তিনদিন আগে থেকে জেলার বিভিন্ন এলাকায় হনুমানটি দেখা গেছে। হনুমানটি খাবারের সন্ধানে এদিক ওদিক ছুটোছুটি করতে গিয়ে দলছুট হয়ে ভারত থেকে কোন পরিবহন যোগে এ এলাকার লোকালয়ে এসেছে। তার নিয়মিত খোজখবর রাখছি।  তবে বন্যপ্রাণীটি থেকে দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেন তিনি।

TR/FI