মসিক নির্বাচন ২০২৪

ময়মনসিংহ সিটিকে ঢেলে সাজাতে চাই : সাবেক মেয়র টিটু

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৫ পিএম

ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে দ্বিতীয় বারের মতো জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন সাবেক মেয়র ইকরামুল হক টিটু। খবর সংযোগকে তিনি বলেন, গত ৫ বছরে করোনা মহামারিসহ শত ঝামেলা থাকা সত্ত্বেও সর্বাত্মক প্রচেষ্টায় ও নগরবাসীর আন্তরিক সহযোগিতায় সিটির সকল খাতে উল্লেখযোগ্য উন্নয়নের স্বাক্ষর রাখার চেষ্টা করেছি।

আপনাদের সহযোগিতা ও সমর্থন পেলে উন্নয়ন অগ্রযাত্রাকে আরও গতিশীল করার মাধ্যমে ময়মনসিংহকে প্রত্যাশার নগরে পরিণত করতে সমর্থন হবো ইনশাআল্লাহ্। আমাকে যদি নগরবাসী দ্বিতীয় বারের মতো নির্বাচিত করেন তাহলে আমি আমার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে পারবো। ময়মনসিংহ সিটিকে আরও ঢেলে সাজাতে চাই। সেই সাথে আমি ময়মনসিংহ সিটিকে একটি স্মার্ট এবং আধুনিক সিটিতে রূপান্তর করতে চাই।

আগামী ৯ মার্চ ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন হবে ইবিএমে। সিটি নির্বাচনের বিষয়ে ভোটারদের কাছে তাদের ইচ্ছার কথা জানতে চাওয়া হয়।

এ প্রসঙ্গে তরুণ ভোটার মারুফ খবর সংযোগকে বলেন, আমরা চাই এমন একজন নগর পিতা যিনি আমাদের তরুণদের নিয়ে কাজ করবেন। পঞ্চাশোর্ধ মফিজ উদ্দিন বলেন, আমরা এতকিছু বুঝিনা, আমরা শুধু মাদক ও সন্ত্রাসমুক্ত একটি নগরী চাই। যেখানে আমরা ইচ্ছামতো স্বাধীনভাবে চলাচল করতে পারবো। 

 

TR/SA