ফরিদপুরের নগরকান্দায় নৌকায় ভেজানো দুধ-চিতই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। তপন সাধু নামে এক ফকির তার ভক্তদের টানা তিনদিন নৌকায় ভেজানো দুধ-চিতই পিঠা খাওয়ালেন। উপজেলার তালমা ইউনিয়নের সদরবেড়া গ্রামে ওই ফকিরের বাড়িতে ব্যতিক্রমী এই আয়োজনে শতশত ভক্তদের খাওয়ান তিনি।

ভক্ত নাজমুল শেখ বলেন, তপন ফকির নিজে নৌকা থেকে পিঠা তুলে বাটিতে করে আমাদের হাতে দেন। আমরা সেগুলো খাই। আমাদের বিশ্বাস এই পিঠা খেলে অনেক উপকার হয়।
এ ব্যাপারে তালমা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কামাল হোসেন মিয়া বলেন, ৩০ বছর ধরে নৌকায় ভেজানো দুধ-চিতই পিঠা উৎসবের আয়োজন করে আসছে তপন সাধু। এই পিঠা খেয়ে অনেকে উপকার পেয়েছেন বলে শুনেছি। আমার পক্ষ থেকে প্রতিবছর এই পিঠা উৎসবে সার্বিকভাবে সহযোগিতা ও নিরাপত্তা ব্যবস্থা করা হয়।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হয়ে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) মধ্যরাত পর্যন্ত এ পিঠা উৎসব চলে।
