ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নৌকায় দুধ-চিতই উৎসব

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৪ এএম

ফরিদপুরের নগরকান্দায় নৌকায় ভেজানো দুধ-চিতই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। তপন সাধু নামে এক ফকির তার ভক্তদের টানা তিনদিন নৌকায় ভেজানো দুধ-চিতই পিঠা খাওয়ালেন। উপজেলার তালমা ইউনিয়নের সদরবেড়া গ্রামে ওই ফকিরের বাড়িতে ব্যতিক্রমী এই আয়োজনে শতশত ভক্তদের খাওয়ান তিনি।

উৎসবের জন্য স্থানীয় নারীরা পিঠা তৈরিতে ব্যস্ত। ছবি: খবর সংযোগ

ভক্ত নাজমুল শেখ বলেন, তপন ফকির নিজে নৌকা থেকে পিঠা তুলে বাটিতে করে আমাদের হাতে দেন। আমরা সেগুলো খাই। আমাদের বিশ্বাস এই পিঠা খেলে অনেক উপকার হয়।

এ ব্যাপারে তালমা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কামাল হোসেন মিয়া বলেন, ৩০ বছর ধরে নৌকায় ভেজানো দুধ-চিতই পিঠা উৎসবের আয়োজন করে আসছে তপন সাধু। এই পিঠা খেয়ে অনেকে উপকার পেয়েছেন বলে শুনেছি। আমার পক্ষ থেকে প্রতিবছর এই পিঠা উৎসবে সার্বিকভাবে সহযোগিতা ও নিরাপত্তা ব্যবস্থা করা হয়।

স্থানীয়দের সহযোগিতায় উৎসবের আয়োজন চলে। ছবি: খবর সংযোগ

রোববার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হয়ে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) মধ্যরাত পর্যন্ত এ পিঠা উৎসব চলে।

RA/FI
আরও পড়ুন