ঢাকা
বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১

মোংলায় নানা কর্মসূচিতে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ০২:৪৭ পিএম

মেংলায় ‘পৃথিবীর অস্তিত্বের জন্য প্রাণীকূল বাঁচাই’ প্রতিপাদ্যে সুন্দরবনের মহাবিপন্ন, বিপন্ন ও সংকটাপন্ন বন্যপ্রাণী সুরক্ষা এবং বন্যপ্রাণী নিধন অপরাধ দমনের দাবিতে সমাবেশ, শোভাযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (৩ মার্চ) সকাল ১১টায় বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে মোংলায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, সুন্দরবন রক্ষায় আমরা ও পশুর রিভার ওয়াটারকিপার এসব আয়োজন করে। এতে সার্বিক সহযোগিতা করেছে চালনা বন্দর মডেল মাধ্যমিক বিদ্যালয়। সমাবেশ ও মানববন্ধনে সভাপতিত্ব করেন 'সুন্দরবন রক্ষায় আমরা' এর সমন্বয়কারী মো. নূর আলম শেখ।

এসময় চালনা বন্দর মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকন উদ্দিন, শিক্ষক নেতা শরিফুল ইসলাম, 'ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)' সংগঠক আব্দুর রশিদ হাওলাদার, ওয়াটারকিপার্স বাংলাদেশ'র কমলা সরকার, পরিবেশকর্মী মো. আলম গাজী, হাছিব সরদার, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার শেখ রাসেল প্রমুখ বক্তব্য রাখেন। 

সমাবেশ-মানববন্ধন ও শোভাযাত্রা শেষে রোববার দুপুরে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হাবিবুর রহমানের মাধ্যমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবরে সুন্দরবনের বন্যপ্রাণী সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

SN/SA
আরও পড়ুন