ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের স্মরণে চট্টগ্রামে প্রথমবারের মতো ‘জয় বাংলা কনসার্ট’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে বন্দর নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে এ কনসার্ট অনুষ্ঠিত হবে।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) তারুণ্যের প্ল্যাটফরম ইয়াং বাংলার নিয়মিত এই কনসার্টের আয়োজন করে আসছে।
ইয়াং বাংলার পক্ষ থেকে জানানো হয়, দৈনিক অনলাইন রেজিস্ট্রেশন শুরুর পর মাত্র আধা ঘণ্টার মধ্যে টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। তরুণরা এতটাই আগ্রহী হয়ে কনসার্টের জন্য রেজিস্ট্রেশন করেছেন। এবারের কনসার্টে আর্টসেল, নেমেসিস, চিরকুটসহ ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন জনপ্রিয় ব্যান্ড দল সংগীত পরিবেশন করবে। এছাড়া জনপ্রিয় শিল্পীরাও কনসার্টে গান করবেন।
বিগত বছরগুলোতে এই কনসার্ট ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতো। প্রথমবারের মতো চট্টগ্রামে কনসার্ট আয়োজন ঘিরে কঠোর নিরাপত্তা ও সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও মহানগর পুলিশ।
