ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ১১ মার্চ ২০২৪, ১২:৩৮ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের নাম-পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।

হাঁসাড়া হাইওয়ে পুলিশ জানায়, মোটরসাইকেলটি ঢাকা থেকে মাওয়া যাওয়ার পথে সকাল সাড়ে ৮টার দিকে সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা বাসস্ট্যান্ড সংলগ্ন ফ্লাইওভারের নিচে পৌঁছালে অজ্ঞাতনামা একটি গাড়ি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

মুন্সীগঞ্জের শ্রীনগর হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

HK/FI
আরও পড়ুন