ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

তরমুজ খেয়ে পরিবারের ৪ জন হাসপাতালে

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০৪:৩৭ পিএম

রাজবাড়ীতে তরমুজ খেয়ে একই পরিবারের চারজন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের দাবি তরমুজ খাওয়ার পর তারা অসুস্থ হয়ে পড়েন। আক্রান্তরা সবাই সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলী জয়পুর গ্রামের বাসিন্দা । 

গত ২৫ মার্চ বেলা দেড়টায় তাদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। আক্রান্তরা হলেন হাউলী জয়পুর গ্রামের আমজাদ হোসেন (৫২), ছেলে রুহুল আমিন (২৩), পুত্রবধূ রূপসি বেগম (২০) এবং নাতনী রাজিয়া আক্তার (১৩)।

আক্রান্ত রুহুল আমিন জানান, রাজবাড়ী সদর উপজেলার দাদশী বাজার থেকে গত ২৩ মার্চ একটি তরমুজ কিনেন। ওই দিন অর্ধেক তরমুজ খেয়ে পরদিন ইফতারে পরিবারের সবাই তরমুজের বাকি অংশ খান। রাতেই পরিবারের পাঁচ সদস্যের মধ্যে চারজনই অসুস্থ হয়ে পড়েন। সোমবার দুপুরে তারা সদর হাসপাতালে ভর্তি হয়।

এ ব্যাপারে রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান জানান, অসুস্থদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তরমুজ খেয়েই যে অসুস্থ হয়েছে সেটা বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করছি খাদ্যে বিষক্রিয়া হয়ে এরা অসুস্থ হয়ে পড়েছে। যে কারণে তারা অসুস্থ হয়েছে সেবিষয়ে নিশ্চিত হতে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে বলা যাবে।

AHA/SA
আরও পড়ুন