কেএনএফের ৩ সদস্য আটক, পাহাড়ে নেমেছে সাঁজোয়া যান

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ১২:২৯ পিএম

বান্দরবানের থানচিতে কেএনএফ এর সক্রিয় ৩ সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। এসময় ব্যাংক ডাকাতির সময় ব্যবহৃত এক ড্রাইভারকেও আটক করা হয়েছে।  রোববার রাতে থানচি সদর থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহিন।

পুলিশ সুপার জানান, রোববার গভীর রাতে থানচিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে কেএনএফ এর ৩ সদস্যকে আটক করেছে। আটকদের মধ্যে একজন ব্যাংক ডাকাতির সাথে সরাসরি জড়িত। এছাড়া, ব্যাংক ডাকাতির কাজে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়েছে সাথে ড্রাইভারকেও আটক করা হয়।

এদিকে রুমা-থানচি উপজেলায় কেএনএফ এর লাগাতার সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে (৭ এপ্রিল) রোববার রাতে আনা হয়েছে বিশেষ সাঁজোয়া যান।  সাঁজোয়া যানের বহর দিয়ে এ দুই উপজেলায় ঝুঁকিপূর্ণ এলাাকায় টহল দেবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

এই সাঁজোয়া যান হচ্ছে যুদ্ধে ব্যবহৃত একপ্রকার অস্ত্র সজ্জিত যানবাহন, যা মূলত পদাতিক বাহিনীকে যুদ্ধের ময়দানে আসা-যাওয়ার জন্য ব্যবহার করা হয়।

তিনি জানান, উপজেলাগুলোতে উদ্ভূত পরিস্থিতিতে চলমান অভিযানের অংশ হিসেবে চারটি সাঁজোয়া যান (এপিসি) আনা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় আরও বাড়ানো হবে।  চলমান পরিস্থিতি মোকাবিলায় এ সাঁজোয়া যানগুলো রুমা-থানচি উপজেলায় ব্যবহার করা হবে।

HK/AST
আরও পড়ুন