ভৈরবে মেঘনা নদীতে ডুবে প্রাণ গেল জার্মান প্রবাসীর

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০২:০৩ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে লঞ্চে উঠার সময় সিঁড়ি থেকে পড়ে মেঘনা নদীতে ডুবে প্রাণ হারালো জার্মান প্রবাসী আল ইসলাম (২৮) নামের এক যুবক। সোমবার (২২ এপ্রিল) রাত ৮টার দিকে ভৈরব লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। 

নিহত যুবক পৌর শহরের চন্ডিবের এলাকার হাজী আলাউদ্দিনের একমাত্র ছেলে। তিনি ভৈরব বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সদস্য ও প্রথম আলো ভৈরব বন্ধুসভার সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, আল ইসলাম জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে উচ্চতর ডিগ্রির জন্য পাড়ি জমান। ঈদের কয়েকদিন আগে পরিবারের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে জার্মান থেকে দেশে আসেন আল ইসলাম। কয়েক মাস পূর্বে বিবাহ বন্ধনে আবন্ধ হন তিনি। দেশে আসার পর ভৈরব বাজারের লঞ্চঘাটে নোঙর করা একটি লঞ্চের ছাদে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য লঞ্চে উঠার সময় সিঁড়ি থেকে পড়ে গিয়ে পানিতে ডুবে যায় আল ইসলাম। পরে তার সাথে থাকা বন্ধুদের মধ্য দুজন বন্ধু পানিতে নেমে তার খোঁজ করলে তার সন্ধান পাওয়া যায়নি। তাৎক্ষণিক ভৈরব ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের ডুবুরি না থাকায় পাশের আশুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এক ঘণ্টা পর উদ্ধার অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। পরে তাকে মুমূর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। 

ভৈরব বন্ধুসভার উপদেষ্টা সাংবাদিক সুমন মোল্লা বলেন, আল ইসলাম আর আমি একই এলাকার বাসিন্দা। কিন্তু তার সঙ্গে পরিচয় ও সম্পর্ক গড়ে দিয়েছে বন্ধুসভা। লম্বা সাংগঠনিক যাত্রায় কত না মান অভিমান। আবার সংকটে আমার উপর আস্থা রাখাই যেন ছিল তার পছন্দ। কিছু দিন আগে বিয়ে করল। আমার স্ত্রী পলি আর আমি বিয়ের অনুষ্ঠানে গেলাম। অনেক কথা। আর কথা হবে না, এই সত্য কী ভাবা যায়? ঈদের কয়েকদিন আগে জার্মান থেকে দেশে আসে আল ইসলাম। বন্ধুদের সঙ্গে আড্ডা দিবে বলে লঞ্চে উঠার সময় সিঁড়ি থেকে পড়ে গিয়ে মেঘনা নদীতে সলিল সমাধি হয়। খুব অল্প সময়ে এভাবে আমাদের ছেড়ে পরপাড়ে চলে যাবে তা কখনো ভাবতে পারিনি।

এ বিষয়ে ভৈরব নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, লঞ্চের ছাদে বন্ধুদের সঙ্গে আড্ডা দেবে বলে নোঙর করা একটি লঞ্চে সিঁড়ি দিয়ে উঠার সময়ে পানিতে পড়ে নিখোঁজ হন জার্মানি প্রবাসী আল ইসলাম। নিখোঁজের এক ঘণ্টা পর মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

MS/FI
আরও পড়ুন