শেরপুরে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১১:৪৫ এএম

বগুড়ার শেরপুরে মাঠে ঘাস কাটতে গিয়ে হিটস্ট্রোকে হয়ে মো. আব্দুস ছালাম (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস ছালাম জোড়গাছা গ্রামের আব্দুস সোবাহানের ছেলে।

বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সুঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহ।

তিনি বলেন, প্রচণ্ড গরমের মাঝেই আব্দুস ছালাম বাড়ির পাশের জমিতে ঘাস কাটতে যান। এরপর অসুস্থ হয়ে জমিতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে স্থানীয় ডাক্তারের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

FI
আরও পড়ুন