ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ০১:৩৮ পিএম

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তরে মোটরসাইকেল ও ট্রলি গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার বাগানবাড়ি খাগুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, নিহতরা হলেন- দুই মোটরসাইকেল আরোহী শান্ত মিয়াজী (২৫), মো. রাশেদ (২৪) ও ট্রলিগাড়ির সহকারি সেলিম মিয়া (৩০)।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে আহত শান্ত মিয়াজী ও সেলিম মিয়াকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তানভীরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শনিবার সন্ধ্যায় বেলতলী থেকে শান্ত মিয়াজী, মো. রাশেদ ও তানভীর মোটরসাইকেলে করে খাগুরিয়ার দিকে যাচ্ছিলেন। এ সময় অপরদিক থেকে আসা মালবাহী ট্রলি গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

#ডব্লিউ/কেজেড

AHR
আরও পড়ুন