ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চৌদ্দগ্রামে ৪১ বোতল বিয়ারসহ দুই মাদক কারবারি আটক

আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ০৩:৪৫ পিএম

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়নের নোয়াবাজার এলাকা থেকে ৪১ বোতল বিয়ারসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। রোববার (২৭ নভেম্বর) সকালে তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

আটককৃতরা হলো- জগমহনপুর গ্রামের আবুল কাশেমের ছেলে আকতার মিয়া ও একই গ্রামের আব্দুল বারিকের ছেলে মনসুর আহমদ।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টিম শনিবার নোয়াবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৪১ বোতল বিয়ারসহ মাদক ব্যবসায়ী আক্তার মিয়া ও মনসুর আহমদকে আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিয়ারসহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে তারা। মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

#আরআর/কেজেড

আরও পড়ুন