বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট জেলা ও মহানগর বিএনপি অফিসে অগ্নিসংযোগসহ তিন মামলায় বরিশাল সিটি করপোরেশনের (বসিক) সাবেক ৯ কাউন্সিলরসহ ২১ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এছাড়া অসুস্থতার কারণে ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সামজিদুল কবির বাবুকে জামিন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) সকালে বরিশাল চিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালতের বিচারক মো.আশরাফ উদ্দিন এই নির্দেশ দেন।
এর আগে তারা উচ্চ আদালতের চার সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষে মঙ্গলবার আদালতে হাজিরা দিতে এসেছিলেন।
কারাগারে পাঠানো সদ্য সাবেক কাউন্সিলররা হলেন-সামসুদদ্দোহা আবিদ, আউয়াল মোল্লা, কেফায়েদ হোসেন রনি, খান মোহাম্মদ হোসেন, জয়নাল আবেদীন মো. জয়নাল আবেদীন হাওলাদার, আনোয়াল হোসেন রয়েল, এনামুল হক বাহার, হুমায়ুন কবির ও জিয়াউল হক মাসুম।
বাদী পক্ষের আইনজীবী হাফিজ আহমেদ বাবলু বলেন, গত ৪ আগস্ট বরিশাল নগরীর সদর রোডে জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের ওপর হামলাসহ তিন মামলায় মোট ২২ জন আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। পরে আদালতে বিচারক আইনজীবীর বক্তব্য শুনে আসামিদের জেল হাজতে পাঠান। তবে উচ্চ আদালত থেকে আগাম জামিন নেওয়ায় আসামিদের রিমান্ড চায়নি পুলিশ।
আসামিদের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আফজালুল করিম বলেন, এ নির্দেশনার বিপরীতে উচ্চ আদালতে আপিল করা হবে।
