বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার একটি পুকুর থেকে ব্যাগ ভর্তি ৫ টি দেশিও পাইপ গান উদ্ধার করা হয়েছে। বরিশালে পুকুর থেকে ৫ টি পাইপ গান উদ্ধারবুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার খানপুরাস্থ রহমতপুর ইউনিয়ন পরিষদের পিছনের খান বাড়ির পুকুর থেকে ব্যাগ ভর্তি ওই অস্ত্র উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা পুকুরের পাশে একটি ব্যাগ দেখতে পেয়ে তারা উঠিয়ে নিয়ে যাচ্ছিল। এমন সময় খান বাড়ীর মহিলারা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে এসে অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এয়ারপোর্ট থানার ওসি জাকির সিকদার বলেন, পাইপ গান দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। আমাদের লোক গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে। অস্ত্র উদ্ধারের ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
