ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সাতক্ষীরায় মে দিবসে র‌্যালি ও সমাবেশ

আপডেট : ০১ মে ২০২৫, ১২:৪৯ পিএম

শ্রমজীবী মানুষের অধিকার আদায় ও নির্যাতন নিপীড়ন বন্ধের দাবিতে সাতক্ষীরায় আন্তর্জাতিক ঐতিহাসিক মহান মে দিবস পালিত হয়েছে। 

বৃহস্পতিবার (১ মে) ভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে মে দিবস উপলক্ষে ভিন্ন ভিন্ন  র‌্যালি বের হয়। দুনিয়ার মজদুত এক হও, লড়াই লড়াই লড়াই চাই লড়াই করে বাঁচতে চাই, এই স্লোগান সম্মিলিত  র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রতিক্ষণশেষে  খুলনা রোডের মোড় ও বিদ্যুৎ অফিসের ভেতর চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা বিএনপি নেতা এডভোকেট সৈয়দ ইফতেখার আলী, জেলা জামাতের আমির শহিদুল ইসলাম মুকুল,  রঙ শ্রমিক সংগঠনের নেতা ফারুক আহমেদ, মহিলা শ্রমিক শেফালী প্রমুখ। 

বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ও আট ঘণ্টা মজুরির দাবিতে সিকাগো শহরের হেগে শ্রমিক জমায়েত শুরু হয় এ সময় তাদের ওপরে গুলি চালানো হয়। এই গুলিতে কয়েকজন শ্রমিক মারা যান। তারা তাদের অধিকার সমুন্নত রাখতে সংগ্রাম করেছিল এবং তাদের অধিকার ছিনিয়ে এনেছিল। কিন্তু আজও শ্রমিকরা তাদের ন্যায্যমজুরি থেকে বঞ্চিত হচ্ছে। 

এই সমাবেশ থেকে শ্রমিকদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ে আগামী দিনে শিকাগো সংগ্রামের মত ঐক্যবদ্ধ থাকতে হবে। 

RK
আরও পড়ুন