‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে সারাদশে পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি ঘিরে নানা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠিত হয় শোভাযাত্রা ও বিশেষ আলোচনা সভা।
প্রতিনিধি পাঠানো তথ্য ও ছবিতে সারাদেশে পালিত হওয়া মে দিবসের বিস্তারিত তথ্য তুলে ধরা হলো-

কুষ্টিয়া
নানা আয়োজনে কুষ্টিয়ায় মহান মে দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
এতে জেলা প্রশাসন, আলিঞ্চক শ্রম দপ্তর সহ জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেয়। র্যালিটি শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ
ঝিনাইদহে মহান মে দিবস উপলক্ষে সকালে শহরের পোস্ট অফিস মোড়ে শ্রমিক সমাবেশের আয়োজন করে জেলা শ্রমিক দল। এতে জেলা বিএনপি’র সভাপতি অ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ শ্রমিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তার বলেন, শ্রমজীবী মানুষের সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই মালিক-শ্রমিক সৌহার্দ্য ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই গড়ে উঠবে একটি ন্যায্য ও উন্নত বাংলাদেশ।

রাজবাড়ী
রাজবাড়ীতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) রাজবাড়ী জেলা প্রশাসন এবং ফরিদপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যৌথ আয়োজনে জেলা প্রশাসকের আম্রকানন চত্ত্বর থেকে শহরে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের আম্রকানন চত্ত্বরে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল হাসান এর সভাপতিত্বে দিবসটির গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) লক্ষ্মীপুর জেলা প্রশাসন/ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর ফেনীর যৌথ আয়োজনে সকালে জেলা কালেক্টর ভবণ প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গাইবান্ধা
মহান মে দিবস উপলক্ষে গাইবান্ধায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকালে জেলা প্রশাসন ও জেলা শ্রম কল্যাণ কেন্দ্রের আয়োজনে জেলা শহরের স্বাধীনতা প্রাঙ্গণ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।
এছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠন পৃথক পৃথকভাবে আলোচনা সভার আয়োজন করে।

জয়পুরহাট
জয়পুরহাটে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকাল ৯ টায় শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে জেলা প্রশাসন, রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে র্যালি নিয়ে সার্কিট হাউজ মাঠে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দদের সাথে তাদের দাবি দেওয়া নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও জেলার বিভিন্ন শ্রমিক সংগঠন আমাদের স্ব স্ব উদ্যোগে মে দিবস উদযাপন করছে।

নওগাঁ
র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে নওগাঁয় পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য সেইফটি দিবস। ছিলো স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিও।
বৃহস্পতি বার (১ মে) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন ও কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের আয়োজনে জেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষণ করে সদর উপজেলা চত্বরে গিয়ে শেষ হয় পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
এছাড়াও বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন জেলা শাখার উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় শহরের মুক্তির মোড় থেকে শুরু হওয়া র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কেডি মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুমিল্লা
কুমিল্লায় মহান মে দিবস এবং ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকালে কুমিল্লা জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর, কারখানা ও প্রতিষ্ঠান শ্রম অধিদপ্তরের আয়োজনে নগরের কান্দিরপাড় টাউনহল মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন নেতৃবৃন্দরা।
এদিকে জেলার বিভিন্ন উপজেলাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি পালন করছে শ্রমিকসংগঠনগুলো।

দুর্গাপুর
রাজশাহীর দুর্গাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫। এ উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) সকাল ১১টায় একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। অনুষ্ঠানে শ্রমিক প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা মে দিবসের তাৎপর্য ও ইতিহাস তুলে ধরে বলেন, এই দিনটি শ্রমজীবী মানুষের অধিকারের প্রতীক। পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান তারা।

রাণীশংকৈলে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিবসটি উপলক্ষে বুধবার (১ মে) সকালে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১০টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ চত্বর থেকে শুরু হওয়া র্যালিতে উপজেলার ২২টি শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিগ্রি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, ন্যূনতম মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তারা শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারী শ্রমিকদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রমিক নেতা হযরত আলী।

মুন্সীগঞ্জ
সারাদেশের ন্যায় মুন্সীগঞ্জেও উদযাপন করা হয়েছে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস। বৃহস্পতিবার (১ মে) সকাল নয়টায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।
পরে সেখান থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
লালমনিরহাট
লালমনিরহাটে দিনব্যাপী নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা শ্রম কল্যাণ কেন্দ্র ও জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলার বিভিন্ন শ্রমিক সংগঠন নিজ নিজ ব্যানার নিয়ে র্যালিতে যোগ দেয় এবং পরে সবাই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হন।
সভায় মালিক ও শ্রমিক প্রতিনিধিসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

পিরোজপুর
বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে পিরোজপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক মে দিবস। এ উপলক্ষে পিরোজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছে জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠন।
বৃহস্পতিবার (১ মে) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের সিও অফিস মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটিতে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিকে মে দিবস উপলক্ষে শহরের টাউন ক্লাব মাঠে জেলা শ্রমিক দলের আয়োজনে ও শহীদ মিনার চত্বরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, পিরোজপুর জেলা শাখার উদ্যোগে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সকল আয়োজনে শ্রমজীবী মানুষ ও সংশ্লিষ্ট সংগঠনের নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।
