ঢাকা
সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২

চট্টগ্রামে চলছে পরিবহন ধর্মঘট

আপডেট : ১৫ মে ২০২৫, ১০:২২ এএম

চালক সংগঠনের সভাপতি ও দুই চালককে মারধরের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডেকেছে চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়ন।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৬টা থেকে চট্টগ্রামে বন্দরসহ সব ধরনের সড়কে প্রাইম মোভার ট্রেইলার বন্ধ রয়েছে।

এর আগে, বুধবার (১৪ মে) রাত পৌনে ১১টায় চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু খায়ের এই কর্র্ম সূচির কথা জানান।

আবু খায়ের বলেন, পাহাড়তলীর একটা ঘটনায় চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান ঘটনাস্থলে গিয়েছিলেন। সেখানে সবার সামনে পাহাড়তলী থানার ওসি সভাপতিকে অকথ্য ভাষায় গালাগাল করেন। এক পর্যায়ে তিনি সভাপতি সেলিম খানকে বেশ কয়েকবার মারধর করেন। পাশাপাশি দুইজন চালককেও তারা মারধর করেন। তাকে স্থানীয় সন্ত্রাসীরা সহযোগিতা করেন। এই ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

সংগঠনটিতে প্রায় ৩০ হাজার চালক রয়েছে জানিয়ে আবু খায়ের আরও বলেন, মারধরের ঘটনায় সভাপতি ও চালকরা গুরুতর আহত হয়েছেন। তাদের প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পরে নগরের ইসলামিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। পরিবহন ধর্মঘট চলাকালীন সময়ে চট্টগ্রাম বন্দরসহ যত সড়কে প্রাইম মুভার ট্রেইলার যাতায়াত করে সব বন্ধ থাকবে।

এই বিষয়ে জানতে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কয়েকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

SN
আরও পড়ুন