ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কক্সবাজার সৈকতে ভেসে এলো আহত ডলফিন

আপডেট : ২৪ মে ২০২৫, ১০:১৩ এএম

কক্সবাজারের ইনানী পাথুরে সৈকতে ভেসে এলো ৫০ কেজি ওজনের ইরাবতী প্রজাতির ডলফিন। পরে বিচ কর্মী ও বন বিভাগের সহোযোগিতায় সেটিকে ছেড়ে দেওয়া হয়।

ইনানী সৈকতে দায়িত্বরত বিচ কর্মী বেলাল জানান, জোয়ারের পানিতে আহত একটি ডলফিন ভেসে আসে। বেশ কয়েকবার ডলফিনটিকে সাগরে ফেরানোর চেষ্টা করা হয়। পরে বন বিভাগের সহোযোগিতায় সেটিকে গভীর সাগরে ছেড়ে দেওয়া হয়।

ইনানীর বাসিন্দা কবির বলেন, সৈকতে জোয়ারের পানির সাথে একটি কালো রঙের ডলফিন ভেসে আসে। প্রথমে বড় মাছ মনে করেছিলাম। পরে পানি কমে গেলে দেখা যায় এটি ডলফিন।

 

RK
আরও পড়ুন