ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সাতক্ষীরায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত 

আপডেট : ০৭ জুন ২০২৫, ০৮:৫৩ এএম

যথাযথ মর্যাদায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সাতক্ষীরায় পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিম ঈদের জামাতে অংশগ্রহণ করেন।

শনিবার (৭ জুন) সকাল সাতটায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সোয়া সাতটায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়াও কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগা মাঠে, সকাল সাড়ে সাতটায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে, ৭.১৫ মিনিটে পলাশপোল ঈদগাহ মাঠে, সকাল ৭.৪৫ মিনিটে লস্কার পাড়ায় ঈদগাহ মাঠে ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান এই দিনটি উদযাপনের জন্য ঈদগাহ ময়দানে নিজ নিজ জায়নামাজ সহ হাজির হয়ে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেন। উক্ত নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম। 

পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করতে আশা মুসল্লী অ্যাডভোকেট এবিএম সেলিম জালাল কেন্দ্রীয় জামে মসজিদের ঈদগা মাঠ বেশিদিন তৈরি না হলেও এই মাঠে হাজার মুসল্লী সুন্দর পরিবেশে শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করেছেন। 

SN
আরও পড়ুন