লক্ষ্মীপুর সদর উপজেলায় মামুন হোসেন নামে এক যুবককের রক্তমাখা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এটি হত্যা নাকি আত্মহত্যা প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১০ জুন) সকালে সদর উপজেলায় লাহারকান্দি ইউনিয়নের আটিয়াতলী গ্রামের খলিল পন্ডিত বাড়ি বসত ঘর থেকে মামুনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মামুন ঐ বাড়ির মনির হোসেনের ছেলে। তিনি পেশায় ট্রাক্টর চালক।
মামুনের পরিবারের লোকজন জানায়, প্রতিদিনের মতো রাতে নিজের ঘরে ঘুমায় মামুন, সকালে দরজা ধাক্কা দিলে দেখা যায় মামুনের মরদেহ ঝুলে আছে।
স্থানীয় ইউপি সদস্য বলেন, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করতে পারে। তবে আত্মহত্যা নাকি হত্যা তা প্রাথমিক ভাবে ধারনা করা যাচ্ছে না।
লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত বলেন, ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, রির্পোট আসলে হত্যা নাকি আত্মহত্যা বুঝা যাবে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লক্ষ্মীপুরে খুনের পর খুনিদের উল্লাস