ঢাকা
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঢাবি এলাকায় সন্ধ্যার পর মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:১৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকাসহ বেশ কয়েকটি এলাকায় মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্চস্বরে স্পিকার, মাইক ও গাড়ির হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ।

শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সন্ধ্যা ৬টার পর টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, হল ও আবাসিক এলাকায় স্পিকার বা মাইক ব্যবহার করে কোনো অনুষ্ঠান করা যাবে না।

FJ