ঢাকার সাভারের চাঞ্চল্যকর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী কাজী আহসান তাকবীরকে (৩৩) যৌথ অভিযানে গ্রেপ্তার করে র্যাব-৪। গ্রেপ্তারকৃত আহসান তাকবীর পিরোজপুর জেলার নেছরাবাদের দৈহাড়ী এলাকার মৃত মোশারপ্ কাজীর ছেলে।
বুধবার (২৫ জুন) সকালে সিপিসি-৩, র্যাব-৪ এর মানিকগঞ্জ অঞ্চলের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি কাজী আহসান তাকবীরের নামে ঢাকা জেলার সাভারে হত্যা ও বেআইনি অস্ত্র রাখার অপরাধে একাধিক মামলা আছে। সাভার থানায় ৪২(০৭)১৩ নং মামলার চার্জশিট ভুক্ত আসামি কাজী আহসান তাকবীর। ওই মামলায় সকল ধরনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৫ এর বিচারক চলতি বছরের ১৬ জানুয়ারি মৃত্যুদণ্ডের রায় দেন। এই মামলার রায়ের আগে থেকেই আসামি জামিন নিয়ে পলাতক ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা নজরদারির মাধ্যমে নিশ্চিত হয়,আসামি কাজী আহসান তাকবীর ঢাকা জেলার সাভারের ব্যাংক কলোনী এলাকায় ছদ্মবেশে আছে। পরবর্তীতে সিপিসি-৩, র্যাব-৪ এর সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কাজী আহসান তাকবীরকে গ্রেপ্তার করা হয়।
সিপিসি-৩, র্যাব-৪ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. মাজহারুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মৃত্যু আসামি কাজী আহসান তাকবীরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
